কালিহাতী
বল্লাতে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারী) সকাল থেকে বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় দীর্ঘ লাইনে থাকতে দেখা যায় স্মার্ট কার্ড প্রত্যাশীদের। স্মার্ট নিতে আসা সকলের মাঝে একটা উৎসবের আমেজ দেখা যায়।
আজ প্রথম দিনে বল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হয় আগামী ১৮ জানুয়ারী পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলবে।