টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী রেলসেতুর পশ্চিম পাড়ে গ্যাস লাইন সংগ্নন এলাকায় বালু খেকো একটি চক্র দীর্ঘদিন যাবত ভেকু বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তলন ও বিক্রি করে আসছিলো। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ওই অবৈধ বালু ঘাটে ভ্রম্যমান আদলতে অভিযান চালান।
এ সময় ভ্রাম্যমান আদলতের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমান আদালত মাটি কাটার যন্ত্র ভেকু মেশিন ও মাটি বহনকারী ট্রাকের ব্যাটারি খুলে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,এলেঙ্গা পৌর ভূমি কর্মকর্তা মো: কামরুজ্জামান কামরুজ্জামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক জানান,ভ্রমমান আদালতের উপস্থিতি টেরপেয়ে বালু ব্যাবসায়ীরা পালিয়ে যায়।বালু কাটার আলামত পাওয়া গেছে।