টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মো: সোলায়মান (৪২) নামের এক ব্যক্তিকে গাছে সঙ্গে বেধে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে চিহিুত মাদক ব্যবসায়ী হারান আলীর (হারাইনা)বিরুদ্ধে।
এ ঘটনার পর থেকে সোলায়মানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ওই মাদক ব্যবসায়ী। এর প্রতিকার চেয়ে ও তার জীবনের নিরাপত্তা চেয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো: সোলায়মান।
লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার বেহালাবাড়ি বস্তি পাড়া গ্রামের নুর বক্স এর ছেলে চিহিুত মাদক ব্যবসায়ী হারান আলী (হারাইনা),হারান আলীর ছেলে আল-আমিন,সাদ্দাম হোসেন পিতা পুত্র ও স্ত্রী মিলে দীর্ঘদিন যাবৎ মদ,গাজা,ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি ও সেবন করে আসছে।
ভরবাড়ি দক্ষিন চক পাড়া গ্রামের মো: সোলায়মান ওই মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদ করায় গত (১৪ ডিসেম্বর) শনিবার তাকে বেহালাবাড়ি বস্তি পাড়া এলাকায় একা পেয়ে খুটির সাথে বেঁধে চেইন দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে হারান আলী ও তার লোকজন।এসময় তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং এন্ড্রয়েড ফোন ভেঙ্গে ফেলে।তার চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে,স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়।