টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকার নিখোঁজ বাবু প্রামানিকের (৩৫) লাশ একদিন পর ও মুক্তার আলী (৩২) লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে কালিহাতীর জোকারচর এলাকা থেকে বাবু প্রামানিকের লাশ ও মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌলি এলাকা থেকে মুক্তার আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়।
রোববার রাত ৮ টার দিকে কালিহাতীর জোকারচর খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই দুই ব্যক্তি।
নিহত মুক্তার আলী কালিহাতী উপজেলার দূর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে। বাবু প্রামাণিক টাঙ্গাইল সদর উপজেলা মালঞ্চ গ্রামের মৃত রহম প্রামানিকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, রোববার কালিহাতীর জোকারচর এলাকায় খেয়ানৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকার কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সাতরে অন্যরা পাড়ে উঠতে পারলেও বাবু প্রামানিক ও মুক্তার আলী পাড়ে উঠতে পারেনি। সোমবার সকালে তাদের উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাবু প্রামানিক ও মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুক্তার আলীর লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা সোমবার ঘটনাস্থল করে জানান, যে যানবাহনের মাধ্যমে এ দুর্ঘটনাটি ঘটেছে, সেই বাল্কহেডটি পুলিশ হেফাজতে রয়েছে। বাল্কহেডের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.