টাঙ্গাইলের কালিহাতীতে সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার অঙ্গীকার করছে বল্লা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
আওয়ামীলীগ সরকার পতনের পর কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ৭ জন ইউপি সদস্য সাক্ষরিত একটি অভিযোগ (অনাস্থা) করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
গত সোমবার বিকালে ওই ৭ জনসহ সকল ইউপি সদস্য সাক্ষরিত অভিযোগটি (অনাস্থা) প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব আবেদন করা হয়। এর আগে বল্লা ইউপি চেয়ারম্যান মো: ফরিদ আহমেদসহ সকল সদস্য পরিষদে বসে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় ইউপি সমস্যরা বলেন, আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল। আজকের পর থেকে আমরা দেশ উন্নয়নে এক সাথে কাজ করে যাব।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, আমার নিকট যে অভিযোগ দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহারের জন্য ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা একটা লিখিত আবেদন করেছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.