টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো: খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি। এছাড়াও সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বিভিন্ন লেখা ব্যানার ফেসষ্টুন লাগিয়ে প্রতিবাদ করেছেন তারা।
ঘুষ দূর্নীতির অভিযোগ এনে মঙ্গলবার সকাল ১১টার দিকে এসংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ইমান আলী, সহ-সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাছুম সরকার, দলিল লেখক রামপ্রসাদ বসু, আব্দুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, মো: খায়রুল বাশার ভূঁইয়া পাভেল কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দাতা-গ্রহীতাদের প্রতিটি দলিল সম্পাদনে সরকারি উৎসে করের সমপরিমাণ অর্থ দাবি করছে। ওই পরিমাণ অর্থ না দিলে তিনি কোন দলিল সম্পাদন করেন না। এজন্য উপজেলায় বিভিন্ন প্রকার দলিল সম্পাদনের হার অর্ধেকে নেমে এসেছে। এছাড়া তিনি দলিল লেখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তার আচরণে ভদ্রতা-সভ্যতার লেশমাত্র নেই। তিনি প্রকাশ্যে দলিল প্রতি অর্থ দাবি করেন। অন্যথায় দলিল সম্পাদন বন্ধ রাখেন।
উপজেলা সাব-রেজিস্ট্রার মো: খায়রুল বাশার ভূঁইয়া পাভেল এসব বিষয় অস্বীকার করে বলেন, কারো কাছে থেকে যদি সরকারি ফিসের বাইরে টাকা নিয়ে থাকি। তার প্রমান দেন, তাদের নিয়ে আসেন।
সম্মেলন শেষে দুই জন সাংবাদিক সাব-রেজিস্টারের অফিসে এক কর্মকর্তার বক্তব্য নিতে গেলে সংবাদ কর্মীদের অবরুদ্ধ করার হুমকি দেয় সাব-রেজিস্ট্রার।
পরে সংবাদ কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ করে এবং তিন ঘন্টা অবস্থান করে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে অবস্থান কর্মসুচি তুলে নেন সাংবাদিকরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.