পরিদর্শনের ২৪ ঘন্টার মধ্যে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান
বৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে উঠেছিল কালিহাতী উপজেলার আউলিয়াবাদ টু মরিচা বাজারের প্রধান রাস্তা টি। এর ফলে প্রায় ই ঘটছে ছোট-বড় নানা দূর্ঘটনা, প্রতিনিয়ত পড়তে হচ্ছে ব্যাপক ভোগান্তিতে।
গতকাল (১৪ জুন) শুক্রবার দুপুরের দিকে ঐ এলাকার জনগণের সার্বিক খোঁজ খবর নিতে আসেন কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী।
সে সময় এই রাস্তার এমন বেহাল অবস্থা নজরে আসে তার, এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত শুনে তাৎক্ষণিক ঐ রাস্তা নিজ অর্থায়নে মেরামত করার কথা জানান এবং স্থানীয় নেতাকর্মীদের কে রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় আজ ১৫ই জুন শনিবার সকালেই অর্থাৎ পরিদর্শনের ২৪ ঘন্টার আগেই রাস্তা মেরামতের কাজ শুরু করেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীর এমন কাজে সন্তুষ্ট প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী ও ঐ রাস্তায় নিয়মিত যাতায়াত করা বিভিন্ন পরিবহনের ড্রাইভাররা।