২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে কালিহাতী সদরের শহীদ শফি সিদ্দিকী চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
এসময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, প্রচার সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ। আলোচনা সভায় উপজেলার ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।