কালিহাতীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে ভাঙ্গন রোধে খুব শীঘ্রই ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ১০ করে কেজি চাল, ১ কেজি করে তেল, ১ কেজি করে লবণ, ১ কেজি করে চিনি, ১ কেজি করে মসুর ডাল, হাফ কেজি করে গুঁড়া সাবান ও ১ টি করে ডেটল সাবান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভ‚ঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজু, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই আকন্দসহ স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।