বল্লা করোনেশনের “শত নন্দন-১১” ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
শতবর্ষের গৌরব ও ঐতিহ্যে সমৃদ্ধ বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজের এসএসসি ২০১১ ব্যাচের পুনর্মিলনী “শত নন্দন-১১” ব্যানারে আজ (বুধবার, ১১ জুন) স্কুল প্রাঙ্গণে এক প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর প্রিয় বন্ধুদের পেয়ে আবেগে আপ্লুত হন প্রাক্তন শিক্ষার্থীরা।
শতবর্ষের গৌরব ও ঐতিহ্যে সমৃদ্ধ বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজের শততম এসএসসি ব্যাচ “শত নন্দন-১১” এর পুনর্মিলনী আজ এক প্রাণবন্ত ও আবেগঘন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন, বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানে মিলিত হন ব্যাচটির সদস্যরা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর স্কুলজীবনের প্রিয় বন্ধুদের একসঙ্গে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
ব্যাচের শিক্ষার্থীরা জানান, “দীর্ঘদিন পর শত ব্যস্ততার মাঝেও সবাইকে একসাথে পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। এ ধরনের আয়োজন যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে হয়, সেদিকে সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আজ যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি। আশা করি, তারা আগামীবার অবশ্যই অংশ নেবে।”
শততম ব্যাচ হিসেবে এই পুনর্মিলনী আয়োজনটি ছিল আরও বিশেষ এবং স্মরণীয়। খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা ও পুরনো দিনের স্মৃতিচারণায় মুখর ছিল দিনটি। বন্ধন, ভালোবাসা আর সম্মিলনের এক অনন্য উদাহরণ হয়ে থাকলো “শত নন্দন-১১” এর এই মিলনমেলা।