কালিহাতীতে জমকালো ফুটবল ম্যাচ ও লটারি ড্র অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চিনামুড়া দুলাল বাজার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ ও লটারি ড্র। ৮ জুন, রবিবার বিকেলে চিনামুড়া একতা সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চিনামুড়া দুলাল বাজার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ ও লটারি ড্র।
৮ জুন, রবিবার বিকেলে চিনামুড়া একতা সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
ফুটবল খেলায় মুখোমুখি হয় চিনামুড়া বিবাহিত ফুটবল একাদশ বনাম চিনামুড়া অবিবাহিত ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে যৌথভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী আবদুল বাতেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব হাশমত আলী রেজা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স শিক্ষা পরিবারের পরিচালক মাহবুবুল আলম, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সোহেল খান।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে জমকালো লটারি ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি। এছাড়া মোট ৩৫টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে এলাকাবাসী ও খেলা দেখতে আসা দর্শকরা জানান, এমন আয়োজন সত্যিই ভালো লাগে, খেলাও অনেক ভালো লেগেছে এবং এমন আয়োজন যেন প্রতি বছরই করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাসমত আলী রেজা মিশন নাইনটিকে বলেন,
“চিনামুড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম, একটা সময় এখানে ভলিবল থেকে শুরু করে নানারকম খেলাধুলা হতো। কিন্তু বর্তমানে এলাকায় ভালো কোনো মাঠ না থাকায়, এলাকার ছেলেরা দূরে সরে যাচ্ছে। তাদেরকে খেলায় ফিরিয়ে আনার জন্যই আজকের এই আয়োজন।” সেইসাথে তিনি যথাযথ কর্তৃপক্ষ ও এলাকার বিত্তবানদের সমন্বয়ে একটি ভালো মাঠ নির্মাণের আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক সোহেল খান মিশন নাইনটিকে বলেন,
“ঈদের বিনোদনের সাথে ফুটবল খেলাটা একটা বাড়তি আনন্দ। এমনকি এই খেলার মাধ্যমে সবাই আনন্দ করতে পারছি এবং উঠতি বয়সী ছেলেদের খেলার প্রতি উৎসাহ দেওয়া যাচ্ছে। এই খেলার মাধ্যমে তারা সুস্থ বিনোদন পাবে ও মাদক থেকে দূরে থাকবে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম সুষ্ঠু এবং সুন্দরভাবে বেড়ে উঠুক।”