কালিহাতীতে জমি বিরোধে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীর দশাকিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দশাকিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মারাত্মক হামলার অভিযোগ উঠেছে। গত ২৮ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে বাজারে যাওয়ার পথে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা আব্দুল হালিমকে (৪৫) অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
আহত হালিম জানান, “আমি বাজার যাচ্ছিলাম, এমন সময় ওরা রাস্তায় আমাকে ঘিরে ধরে আটক করে এবং এলোপাথাড়ি কিল ঘুসি ও লাঠি দিয়ে মেরে মারাত্মকভাবে জখম করে।”
তিনি আরও বলেন, “আক্রমণকারী সুকৌশলে আমাকে মৃত ভেবে ফেলে যায়। আমার চাচাকে ২৫/৩০ বছর আগে মারপিট করে তাড়িয়ে দিয়েছে তারা। চাচার শারীরিক অবস্থা খুবই খারাপ তাই আমি ছোট ভাতিজা হিসাবে আমার কাছে বিক্রি করে। প্রতিপক্ষ ওই জমি ক্রয় না করতে পেরে আমার উপর বার বার আক্রমণ করে।”
হালিমের স্ত্রী জানান, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ আক্রমণ। এর আগেও ওরা আমার স্বামীকে অন্তত দুবার মেরে ফেলার চেষ্টা করেছিল – একবার আট মাস আগে, আরেকবার সাত মাস আগে।”
জানা গেছে, দশকিয়া মৌজায় সাড়ে সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। হালিম ওই জমির ওপর রেজিস্ট্রারকৃত দলিল রয়েছে বলে জানান, যার মূল্য ধরা হয় ৫ লাখ ২৬ হাজার টাকা। জমির মালিকানা নিয়ে বিরোধের পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হলেন: স্থানীয় আওয়ামী লীগ নেতা ১। আব্দুর রহিম (৫০), পিতা: আফছার আলী; ২। আবু তালেব (২৫), ছাত্রলীগ নেতা; ৩। আসিব আলী (১৯), ছাত্রলীগ নেতা, পিতা: আব্দুর রহিম; ৪। শাজাহান (৫০), পিতা: মুগল; ৫। হাবিবুর রহমান (৪৫), আওয়ামী লীগ নেতা, পিতা: নূরুল ইসলাম; ৬। বুলবুল (২৫), ছাত্রলীগ নেতা, পিতা: নয়া; এবং ৭। মারুফ (১৮), ছাত্রলীগ নেতা, পিতা: আব্দুল কদ্দুস। তাদের সকলের বাড়ি দশকিয়া গ্রামে। অভিযোগ রয়েছে, তারা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
আহতের স্বজনরা জানান, ঘটনার পরপরই হালিমকে গুরুতর অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।