কালিহাতী বাসস্ট্যান্ডে ফুটপাত দখলমুক্তে উপজেলা প্রশাসনের অভিযান
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন; এতে জনভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ (শনিবার) নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।
দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এসব অবৈধ স্থাপনা। পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় পথচারীরা ইউএনও’র এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই উদ্যোগের ফলে আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারছি। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “সকলের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও শৃঙ্খলিত কালিহাতী গড়ে তুলতেই এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”