কাদের সিদ্দিকীর স্ত্রীর রোগমুক্তি কামনায় কালিহাতীতে দোয়া মাহফিল
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকীর আশু রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকীর আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার, ২৬ মে) বাদ আসর কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন:
- কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইথার হোসেন সিদ্দিকী
- সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনজু
- শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেব
- যুব আন্দোলন কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আলম ফিরোজ
- বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী
- সাধারণ সম্পাদক শাবলু মিয়া
- সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন আহমেদ রাব্বি
- নাগবাড়ী ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি সম্রাট
- ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়া।
এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। দোয়া পরিচালনা করেন রতনগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।
উল্লেখ্য, গত ২৩ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে বেগম নাসরিন কাদের সিদ্দিকী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি হন এবং বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তার সুস্থতা কামনায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ দোয়া করছেন।