কালিহাতী
কালিহাতীতে আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি জনী গ্রেফতার
আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি মো. জনীকে ঢাকার দক্ষিণ মুগদা থেকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ দল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বল্লা ইউনিয়নের কোকরাইলের আলোচিত ও চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামি মো. জনীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ (সিপিসি-৩), টাঙ্গাইল ও র্যাব-৩ (সিপিএসসি), শাহজাহানপুর, ঢাকা-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৬টার দিকে রাজধানীর দক্ষিণ মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জনী (২৬) টাঙ্গাইলের কালিহাতি থানাধীন রামপুর বিলপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনোয়ার হোসেন। তিনি রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি হিসেবে পলাতক ছিলেন।
র্যাবের অভিযানের মাধ্যমে তাকে আটকের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক টাঙ্গাইলের কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।