কালিহাতীতে লেয়ার মুরগির ফার্মের ড্রেন থেকে যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে লেয়ার মুরগির ফার্মের ড্রেন থেকে যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; ৯-১০ মাস ধরে ফার্মটিতে কর্মরত ছিলেন নিহত যুবক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি লেয়ার মুরগির ফার্মের ড্রেন থেকে এক যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) ভোরে উপজেলার বল্লা বলদকুড়া গ্রামের বল্লা-রামপুর রোডসংলগ্ন একটি ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আখতার হোসেন ওরফে আবদুল হক (৩৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আখতার প্রায় ৯-১০ মাস আগে বল্লা দক্ষিণপাড়ার মোর্শেদ মিয়ার লেয়ার মুরগির ফার্মে কর্মরত ছিলেন। তিনি একাই ফার্মটি দেখাশোনা করতেন এবং রাত্রিযাপন করতেন।
ফার্মের মালিক মোর্শেদ মিয়া জানান,
গতকাল শনিবার বল্লা হাট থাকায় এবং আমার ভেটেরিনারি দোকানে কাজের চাপ বেশি থাকায় সারাদিন ফার্মে যেতে পারিনি। আজ সকালে ফার্মের পেছনের জমির মালিক গর্ত খোঁড়ার জন্য লেবার নিয়ে আসেন। পরে ড্রেনের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে আমাকে ফোন দেন। আমি দ্রুত ফার্মে এসে প্রধান গেটে ডাক দিলে সাড়া না পেয়ে পেছনের পথ দিয়ে ঢুকে দেখি, আখতারের মরদেহ ড্রেনের মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানাই।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কালিহাতীর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন,
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ফার্মের ড্রেন থেকে জবাইকৃত অবস্থায় আখতার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।