অতিরিক্ত গতির বলি কিশোর জাহিদ, বাইক দুর্ঘটনার ৬ দিন পর মৃত্যু
টাঙ্গাইলের কাজিবাড়ি এলাকায় অতিরিক্ত গতির কারণে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর জাহিদ ৬ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে আজ মারা গেছে; একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় আরেক কিশোর রাব্বি (১৭)।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর-কাজিবাড়ি এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত রামপুর গ্রামের কিশোর জাহিদ (১৪) আজ দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছয় দিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমায় সে।
নিহত জাহিদ রামপুর গ্রামের ইমান আলীর একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে জাহিদ বন্ধুদের সঙ্গে বাইকে করে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পর কাজিবাড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায় এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় সে এবং ঘটনা স্থলেই রাব্বি (১৭) নিহত হন।
স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, ছয় দিন ধরে আইসিইউতে থাকার পর আজ দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।
জাহিদের এই অকাল মৃত্যুতে পুরো রামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্কুলের সহপাঠীরা তাকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা জাহিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন। জানাযা শেষ করে তাকে রামপুর কবরস্থানে দাফন করা হয়