টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স আসাদ পোল্ট্রি ফিড নামে একটি ডিমের আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছ। মুরগীর খামারি ও ডিমের পাইকারী আড়তে পাইকারী বিক্রয় রশিদ প্রদান না করা ও সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় দায়ে এ জরিমানা করা হয়।
বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিম কালিহাতী উপজেলার জোকারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,বুধবার দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টীম তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
এসময় মুরগীর খামারি ও ডিমের পাইকারী আড়তে পাইকারী বিক্রয় রশিদ প্রদান না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় মেসার্স আসাদ পোল্ট্রি ফিডকে ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন সিভিল সার্জণ কার্যালযের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারী ইন্সপেক্টর।জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.