টাঙ্গাইল
টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত
‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ড: মো: আতাউল গনি।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ।
দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়াও ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়।