টাঙ্গাইল

টাঙ্গাইলে অমর একুশে পালিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ও ৭০তম শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- দেশাত্ববোধক সঙ্গীতের সঙ্গে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, খেলাধূলা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।

Mission 90

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, মো: ছানোয়ার হোসেন এমপি, জেলা প্রশাসক ডক্টর মো: আতাউল গনি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ। এছাড়া জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শহীদ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ভোরে প্রভাত ফেরী ও সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা স্টেডিয়ামে খেলাধূলার আয়োজন করা হয়। এছাড়া দিনভর বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

এদিকে, দিবসের প্রথম প্রহরে টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ বেদীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডক্টর মো: ফরহাদ হোসেনের নেতৃত্বে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মো: সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, মওলানা ভাসানী রিসার্স সেণ্টার, আইসিটি সেল, আইকিউএসি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker