এনটিভির সাংবাদিক আরাফাত ইসলাম শুভর বাড়িতে দিনে দুপুরে চুরি
টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম শুভর গ্রামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে; চোরেরা ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম শুভ’র গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ২৮ মে) দুপুরে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক আরাফাত ইসলাম শুভর মা মর্জিনা বেগম জানান, সকাল ১০টার দিকে বাসায় তালা দিয়ে তিনি পাশেই ইউনিয়ন পাড়ায় তার মেয়ের বাড়িতে যান। দুপুরে বাড়িতে ফিরে দেখতে পান বাসার গেটের তালা ভাঙা। ঘরে থাকা স্টিলের আলমারি ও ওয়ারড্রবে থাকা জামা-কাপড় মেঝেতে পড়ে আছে। ঘরের আলমারিতে থাকা ৫০ হাজার টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণ নিয়ে যায় চোরচক্র। এ ঘটনার পর আরাফাত ইসলাম শুভ মির্জাপুর থানা পুলিশকে ফোন করে মৌখিক অভিযোগ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”