টাঙ্গাইল
সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, ঘাতক ট্রাক আটক
টাঙ্গাইলের সখীপুর-ঢাকা সড়কে আজ দুপুরে ট্রাকচাপায় ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে; ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান, উপজেলার গোড়গোবিন্দপুর এলাকার বাসিন্দা মাসুমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।