নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাহার মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৩ নম্বর সেক্টরের সমু মার্কেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটির বাবা জানিয়েছেন, বুধবার বেলা ১২ টার দিকে স্কুল থেকে ফিরে ৩ নং সেক্টরের একটি লেকে গোসল করে বাড়ী ফেরার পথে তাদের প্রতিবেশী আজাহার মিয়া শিশুটির হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে আজাহার মিয়া পালিয়ে যায়। পরে সমু মার্কেট এলাকা থেকে আজাহার মিয়াকে আটক করে পুলিশ। এই ঘটনায় শিক্ষার্থীর পরিবার রূপগঞ্জ থানায় মামলা করেছেন।