দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন মাদারীপুর জেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, সরকারের প্রতি আহবান জানিয়ে অবিলম্বে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকার সাথে জড়িত সবাই কাজে ফিরবেন এই আশা ব্যক্ত করেন।
১৯৮৪ থেকে যায়যায়দিন পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। এখন প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে এর প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মাদারীপুরের স্টাফ রিপোর্টার মনজুর হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রাহাত,
চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাগর হোসেন তামিম, সময় টিভির সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ, সাংবাদিক শফিক স্বপন, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বেলাল রিজভী প্রমুখ।