মাদারীপুর

৯ বছর পর জামিনে মুক্ত এরপর আবার গুমের শিকার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে কারাবন্দি ছিলেন। পরে সোমবার জামিল পয়েছিলেন সেদিনেই জামিনে মুক্ত হওয়ার পর কালো রঙের গাড়িতে তুলে গুম করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর জেলা ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকার গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো: মহসিন জানান, ১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। উচ্চ আদালত তাকে জামিন দেয়াড় আদেশ দেয়।

গত ১০ মার্চ সোমাবার বিকেলে কাশিমপুর ১নং কারাগার থেকে বের হলে গেট থেকে তাকে কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

যা চরম অমানবিক ও ঘৃণিত এবং নির্মম বর্বরতা। এই বর্বতার দ্রুত অবসান চান এবং হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরি সংবাদ সম্মেলনে বলেন, হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুর সহ সারা দেশে দুর্ভর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরি, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো: জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো: মহসিনসহ পরিবারের অন্য সদস্যরা।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে খালেদ সাইফুল্লাহর বাড়ি । তার বাবা মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রাক্তন গণিত বিভাগের প্রধান মৃত কাজী বেলায়েত হোসেন। কাজী বেলায়েতের তিন ছেলের মধ্যে খালেদ বড়। সে শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিল।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker