শিবচরে ড্রামট্রাকের ধাক্কায় ৯ বছরের শিশুর মৃত্যু
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাইজিদ হোসাইন (৯) নামে এক স্কুলছাত্রদের মৃত্যু হয়েছে। স্কুল যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় বাইজিদের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে তৃতীয় শ্রেণির ওই স্কুলছাত্রের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচ্চরে যাত্রী ছাউনির কাছে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। নিহত বাইজিদ শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তার দম্পতির ছেলে। সে পাঁচ্চরের এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পাশে সাইন প্রি ক্যাডেট স্কুল নামক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে অটোরিকশায় করে বাইজিদকে নিয়ে তার মা মুন্নি আক্তার স্কুল সংলগ্ন যাত্রী ছাউনির কাছে এসে নেমে পরেন। শিশু বাইজিদ সংযোগ সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এসময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ড্রামট্রাক বেপরোয়া গতিতে এসে শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর হয়।
ঘটনাস্থল থেকে আহতাবস্থায় প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকেরা। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনই এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ড্রাম ট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এ সকল ট্রাকের বেশির ভাগ চালকই দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক। কোনোরকম ড্রাইভিং লাইসেন্স নেই এসকল চালকদের। সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক! এগুলো বন্ধ করা জরুরি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মো. বাইজিদ হোসাইন নামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র গত বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় আহত হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর পেয়েছি। অত্যন্ত দুঃখজনক! অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।