মাদারীপুরে পাওনা টাকা নিয়ে সহকর্মীর হাতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে এক দোকান কর্মচারী কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার সহকর্মীর বিরুদ্ধে। নিহত গৌতম বসু (২৫) নামের দোকান কর্মচারী পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মরত ছিলেন।
গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গৌতমের সাথে পাওনা টাকার ব্যাপারে ওই দোকানের আরেক কর্মচারী শ্রী তপনের সাথে বাকবিতণ্ডা বাঁধে। তপন তখন কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে গৌতমকে কুপিয়ে জখম করে।
এসময় গৌতমের গলায় ও ঘাড়ে গুরুতর জখম হয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত শ্রী তপন সদর উপজেলার শ্রী সানিন্দের ছেলে। তারা উভয়ই যাদব ঘৃত ভান্ডারের কর্মচারী হিসেবে কর্মরত ছিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ বিষয়ে অপরাধীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।