আমার সব ধর্মের উপদেষ্টা, দুর্গা পূজা নির্বিঘ্নে করতে সকল প্রস্তুতি সম্পন্ন – ধর্ম উপদেষ্টা
মাদারীপুরের শিবচরে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় সীরাতুন্নবী সা. এর উপলক্ষ্যে সীরাতুন্নবী মহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম খালিদ হোসাইন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে তাদের দুর্গা পূজা উদ্যাপন করবেন। দুর্গা পূজাকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেইজন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।
তিনি আরো বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের ধর্ম উপদেষ্টা। আমার মন্ত্রণালয়ে সব ধর্মের জন্য আলাদা আলাদা ট্রাস্ট রয়েছে। সেখান থেকে সকল ধর্মের ধর্মীয় উপাসনালয়ে সহায়তা প্রদান করা হয়। এ বছর হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষ্যে অনলাইনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শিবচরের বাহাদুরপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল্লামা মাহমুদুল হাসান দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান, গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরীসহ অন্যরা।