বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে মাদারীপুর জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে মানববন্ধন থেকে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে ১৮ হাজার ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এসব হত্যার বিচার করতে হবে।
এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা।