ডাসারে কৃষকের মামলা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বসতঘর নির্মাণ কাজ করার অভিযোগ
মাদারীপুরের ডাসারে এক অসহায় কৃষকের আদালতে দায়ের করা একটি মামলা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বসতঘরের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। তবে স্থানীয় প্রভাবশালী লোকজন নিয়ে ওই বসতঘরের নির্মাণ কাজ করছেন বলে এমন অভিযোগ করছেন ভুক্তভোগী দুলাল মীর (৬১) নামে কৃষকটির পরিবার। এদিকে এই ঘটনা কেন্দ্রে করে ওই অসহায় পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে এই ঘটনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ জনগণ। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের দুলাল মীরের এক চাচার কাছ থেকে তাদের পৈত্রিক কিছু জমি ক্রয় করেছেন পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের ফারুক হাওলাদার ও তার স্ত্রী মহুয়া বেগম। পরে ক্রয়কৃত জমির মালিকরা ওই জমিতে বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। পরে দুলাল মীর নিজে বাদী হয়ে চাচার বিক্রিত জমি নিজ নামে ফেরত পাওয়ার জন্য মাদারীপুর আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা (দাখিল মামলা) দায়ের করেন।
কিন্তু মামলাকে তোয়াক্কা না করে ওই জমিতে ত্রয়কৃত মালিকরা তাদের বসতঘরের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। পরে পুনরায় দুলাল মীর বাদী হয়ে মহুয়া বেগম, ইউনুস হাওলাদারসহ রাজ্জাক হাওলাদারের নামে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে থানা থেকে পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে জমির ক্রয়কৃত মালিকরা স্থানীয় প্রভাবশালীদের নিয়ে ওই বসতঘরের নির্মাণ কাজ চালিয়ে যায়। এদিকে এই ঘটনায় ওই অসহায় কৃষক পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সাধারণ জনগণ।
ভুক্তভোগী দুলাল মীর ও তার ভাই দেলোয়ার হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের পৈত্রিক জমি ফারুক হাওলাদার ও তার স্ত্রী মহুয়ার কাছে বিক্রি করেছে আমার চাচা। তাই আমাদের পৈত্রিক জমি ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেছি। কিন্তু মামলাকে তোয়াক্কা না করে ওই জমিতে ত্রয়কৃত মালিকরা তাদের বসতঘরের নির্মাণ কাজ চালিয়ে যান। এর পরেও তারা কাজ চালিয়ে যাওয়ায় তাদের নামে থানায় ডায়েরি করেছি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালীদের নিয়ে ওই বসতঘরের নির্মাণ কাজ চালিয়ে যান তারা। তাই আমরা এর বিচার চাই।
অভিযুক্ত মহুয়া বেগম বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আমরা বসতঘর করছি। এতে বাঁধা প্রদান করছেন দুলাল মীর।
এ ব্যাপারে ডাসার থানার এস. আই শামিম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আদালতে মামলা ও থানায় ডায়েরি হয়েছে। এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।