মাদারীপুরে বসতঘরের ভেতর একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বসতঘরটির ভেতর ও বাহিরে তছনছ হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে। বসতঘরটিতে সেলিনা বেগম নামে একজন বসবাস করতো। সে একই গ্রামের মনসুর খাঁর মেয়ে ও পাশের চাপাতলী গ্রামের মোনাসেফ ফকিরের স্ত্রী। বিয়ের পর বাবার বাড়িতে ঘর তুলে সেলিনা সেখানে বসবাস করতো। এই ঘটনায় কাউকেই আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটনায় ঘরটি তছনছ হয়ে যায়। এসময়ে টিনশেড ঘরের বেড়াও উড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সকালে বোমা বিস্ফোরণের খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে একাধিক টিম। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বোমা কীভাবে আসলো বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.