মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ
মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের তালা ভেঙ্গে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এসময়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে। শনিবার (১৭ আগস্ট) ভোররাতে সদর উপজেলার ‘আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার সকালে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সকল অস্ত্র, গোলাবরুদসহ পুলিশ সদস্যদের মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ওই দুই নৈশপ্রহরী পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়লে ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায়। এসময়ে বাঁধা দিতে আসলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পরে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল এসে পরিদর্শন করে। তবে, এই ঘটনায় কাউকেই আটক করা যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে চলে যায়। তবে, পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এছাড়া গুরুত্বপূর্ণ সবজিনিসপত্র, মালামাল তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে।