মাদারীপুর

ভূ-মধ্যসাগরে ১১ জন নিহত, এদের মধ্যে ৩ জনই মাদারীপুরের

মাদারীপুর জেলা প্রতিনিধি:

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলে ডুবে ১১ জন নিহতের মধ্যে ৩ জনই মাদারীপুরের রয়েছেন বলে জানা গেছে। এদের পরিবারে এখন চলছে শোকের মাতম। এ ঘটনায় ২৬ শিশুসহ এখন ৬৪ জন নিখোঁজ আছে বলে জানা গেছে।

স্বজনরা দাবি জানিয়েছেন নিহতদের দেশে ফিরিয়ে আনার জন্য। জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছে গেছেন। এর আগে তিনি একবার সমুদ্র পথে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালী যাবার জন্য ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ির উদ্দেশ্য মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে তিন জনেই মাদারীপুরের। আলী ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতার ফিরিয়ে আনার জন্য প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালী যাত্রা করলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এদের পরিবারজুড়ে চলছে শোকের মাতম। নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার জানান, আলী দেশে থাকাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো।

ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে তা মেনে নিতে পারছি না। তার পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন দায় সংসার চালানো ।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker