মাদারীপুরের শিবচরে এক প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ধর্ষণের অভিযোগ উঠেছে ইলিয়াস (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তিনি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকার আছেল মাদবরের ছেলে।
এ ঘটনার ৯ দিন পর শুক্রবার (১৪ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী ওই গৃহবধূ (৩০) অভিযুক্তের একই এলাকার বাসিন্দা। তার স্বামী প্রতিবন্ধী হওয়ার কারণে অভিযুক্ত ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করেছে বলে জানা যায়। বুধবার (৫ জুন) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটলেও কিন্তু শুক্রবার রাতে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ের স্বামী প্রতিবন্ধী হওয়ার কারণে মাঝে মাঝে ইলিয়াস আমার মেয়ের কাছে আসে। গত ৫ জুন বুধবার রাতে মেয়েটির স্বামীকে কিছু টাকা দিয়ে বলে ঘর থেকে বের হয়ে যেতে। এরপরে আমার মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির ডাক চিৎকার দিলে ইলিয়াছ পালিয়ে যায়। পরে এঘটনা জানাজানির হওয়ার কারণে ইলিয়াস ও তার সহযোগী লুৎফর আমার মেয়ে ও জামাইকে শারীরিক নির্যাতন করেন। আমার স্বামীর বাড়ি কালকিনি উপজেলার ভুরঘাটা হওয়ায় ৩/৪ দিন পরে স্থানীয় লোকজন আমাকে খবর দেওয়া হলে আমি এসে মেয়ের কাছে সব শুনতে পাই। পরে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।
তিনি আরো বলেন, মামলায় আমাকে সহযোগিতা করবে পরিবারে এমন কেউ নেই। আমি গতরাতে শিবচর থানায় অভিযোগ দিয়েছি। তারা আজ আমাকে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রে আসতে বলায় সেখানে গিয়েছিলাম। এবিষয়ে তারা নাকি তদন্ত করবে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে নিলখী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফয়সাল আহমেদ মুঠোফোনে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।