মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপবোঝাই একটি পিকআপের পিছনে চিনিবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পিকআপ চালক ও ট্রাক চালক দুজনই নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করেছে।
হাইওয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপবোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি চিনিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাক চালক মো: উজ্জ্বল (৩৫) ও মো: রায়হান (২১) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো: ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো: মোজাহার আলীর ছেলে। শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং গাড়ি দুটি জব্দ করে।
শিবচর হাইওয়ে থানার ওসি মো: শাকিল আহমেদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাক ধাক্কা দিলে পিকআপের পিছনে দাঁড়িয়ে থাকা পিকআপ চালক ও ট্রাকের চালক দুজনেই নিহত হয়েছেন। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।