সুন্দর সমাজ গঠনে অভিনব মানবিক কৌশল নিয়ে সৃষ্টি হওয়া, জিনারী ইউনিয়ন পাগল সংঘের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জামতলা মোড়ে রফিকুল ভিলার দুতলায় বর্ণাঢ্য আয়োজনে, মহা ধুমধামে এ মিলন মেলার আয়োজন করা হয়।
বীরহাজীপুর গ্রামের রফিকুল ম্যানেজার,ডাকুরিয়া গ্রামের রুহুল আমিন, হলিমা গ্রামের কল্পন ফকির,বেলতৈল গ্রামের রতন পাগলা, পিপলাকান্দি গ্রামের পাগলা শহিদ,রফিকুল ফকির, উত্তর চরহাজীপুর গ্রামের শাহ আলম, মোশাররফ পাগল,দক্ষিণ চরহাজীপুর গ্রামের আসাদ ফকির, চরকাটিহারী গ্রামের সামাদ ফকির,
সুরুজ ফকির, বীরকাটিহারী গ্রামের কিরন পাগলা,হোগলাকান্দি গ্রামের হাফিজুল ফকির,হেলাল ফকির,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,ছাত্র, সাংবাদিক, শ্রমিকসহ প্রায় সকল স্থরের মানুষজন উপস্থিত ছিলেন প্রথমে দোয়া ও মিলাদ দিয়ে শুরু করে শেষ হয় সুস্বাদু খিচুড়ি খাওয়ার মাধ্যমে।দফায় দফায় হাজার খানেক লোককে খিচুড়ি খাওয়ানো হয়।
এতে অংশগ্রহণ করে সামিম সরকার একজন সাংবাদিক তিনি বলেন,আজ এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে ধন্য মনে করছি,খুবই আনন্দ পেয়েছি। যদিওবা জিনারীর সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক মাখন সাহেবের নেতৃত্বে গড়ে উঠা ‘জিনারী ইউনিয়ন পাগল সংঘ্য’র অনুষ্ঠান তবে অংশগ্রহণ করেছে সকল পেশা-শ্রেণীর মানুষ।
জানা যায়,সমাজের অবহেলিত কর্মবিমুখ মানুষগুলিকে নতুন ভাবে বেঁচে থাকার প্রেরণা যোগাতে, সমাজ থেকে হিংসা,মানুষে মানুষে ব্যবধান,অপসংস্কৃতি থেকে ফেরাতে আমিনুল হক মাখনের নেতৃত্বে জিনারী ইউনিয়ন পাগল সংঘের আত্ন প্রকাশ ঘটে।
আমিনু হক মাখন বলেন,মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।বিপদগামী মানুষগুলিকে সুস্থ সঙ্গ দিতে পারলে,সমাজ ও সমাজের অবহেলিত হতাশাগ্রস্থ মানুষজনকে সুপথে ফিরিয়ে সুন্দর সমাজ গঠন সম্ভব।আমরা বছরে একবার এমন মিলন মেলার আয়োজন করি, তাতে আত্মতৃপ্তির প্রসার ঘটে।