কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)কার্যালয়ের উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নাসিমা বেগমকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাজিতপুর কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে, কার্যালয় কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও অতিরিক্ত দ্বায়িত্ব বাজিতপুর, ফজলুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. আক্তার হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো.আবু তাহের। সিনিয়র মাঠ কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় মানপত্র পাঠ করেন আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম সহকারী হিসাব কর্মকর্তা মনোহরদী,ওবায়দুর রহমান, ভৈরব কার্যালয়,
সুমন মিয়া সহকারী হিসাব কর্মকর্তা বাজিতপুর।খাইরুল ইসলাম মাঠ কর্মকর্তা, আব্দুস সাত্তার,শহিদুল্লাহ,হুমায়ুন হোসাইন, শফিকুল ইসলাম,ফয়েজুর রহমান,আব্দুর রহিম,সাইদুর রহমান ও সজিবসহ সকল সহকর্মীবৃন্দ।