কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) দুপুরে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গণির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম ও ভৈরব উপজেলা নির্বাচন প্রলয় কুমার সাহা।
এতে ১৪ জন সুপারভাইজার ও ৮৫ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা নির্বাচন অফিস জানায়, ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।