কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের জগদল-নুরমিয়ার দোকান বাজার সড়কের পাশে আতিরা ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ব্রীজের দুই পাশে নেই কোনো রেলিং। বেশির ভাগ পিলারের পলেস্তারা ওঠে গেছে। বেরিয়ে গেছে রড, যে কোনো সময় ব্রীজটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যান চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি দিয়েই প্রতিদিন যাতায়াত করেন ৫টি গ্রামের মানুষ। এবং স্কুল কলেজ পড়ুয়া শতশত কোমলমতি শিক্ষার্থীরা ।
পুমদী ও গোবিন্দপুর দুই ইউনিয়নের জনসাধারনের চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ব্রীজটি পুনঃর্নিমাণে উর্ধ্বতন কতৃপক্ষেরে সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় শামসুল আলম পারভেজ ও মোশারফ জানান, অনেক কাঁচামাল ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সাইকেলে করে ব্রীজের উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভয়ে পারাপার হতে হচ্ছে । তাছাড়াও এই ব্রিজের উপর দিয়ে কোমলমতি ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও থাকেন আতঙ্কে,তাই জনস্বার্থে এই ব্রিজটি নির্মাণ করা অতি জরুরি ।
উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল হক জানান, আতিরা ব্রিজ পুন:নির্মানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি অচিরেই ব্রিজটি পুন:নির্মানের কাজ শুরু করতে পারবো।