সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রিটন মেম্বার ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মেম্বার এর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও স্বৈরাচারী প্রক্রিয়ায়,গঠনতন্ত্র বিরোধী একনায়কতান্ত্রিক ভাবে সম্মেলন আয়োজন এর প্রতিবাদে সিদলা ইউনিয়ন বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পিতলগঞ্জ বাজার মাঠে ২ নং সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বরজাহান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম রফিক।
আরও বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া,উপজেলা কৃষক দলের সভাপতি খায়রুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রিটন,সাবেক যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন পাঠান,সিদলা ইউনিয়ন বিএনপি নেতা রিপন মেম্বারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।