কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে তিনতলা বিশিষ্ট মসজিদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে তিনতলা বিশিষ্ট ভবন কাজ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ- আল- সোহান।
এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল,উপজেলা যুবদল সভাপতি সাফায়াতুল ইসলাম সম্রাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. মাজহারুল ইসলাম তানিম,
সাবেক পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিক সহ হাসপাতালের কর্মকর্তা- কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।