মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ী আসবেন, সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মাজহারুল ইসলাম নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ীর নুরুল ইসলামের ছেলে।
রবিবার(১০ নভেম্বর)বিকেল পোনে ৫ টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বাড়িতে যান।
সরেজমিনে গিয়ে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পত্তির ৬ ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় মাজহারুল ইসলাম।মাজহারুল ১২ বছর মালেশিয়া কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বাড়ী ফিরেন।
বড় ভাই আনসারুল ইসলাম বলেন,আমার ভাই এতো বছর পর বাড়ী আসবে, হেলিকপ্টারে যেন বাড়ী আসে, এটা মায়ের স্বপ্ন ছিলো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আবেগ আপ্লূত হয়ে মা রাজিয়া বেগমকে দেখা যায় ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করতে।তিনি বলেন,আমি অত্যন্ত খুশি হয়েছি এতো বছর পর আমার ছেলে বাড়ী ফিরেছে হেলিকপ্টার করে,আমার ইচ্ছা পূরণ করেছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.