কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসংযোগ ও পথসভা হয়।
শনিবার (২ নভেম্বর) বিকালে জিনারি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে সন্ধ্যায় জিনারী ইউনিয়ন পরিষদ মাঠে পথসভা হয়, পথসভা অসংখ্য নেতা কর্মীদের উপস্থিতিতে জনসমূদ্রে রূপান্তরিত হয়।
এসময় হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জিনারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।
আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম নেতা মোঃ জালাল উদ্দিন।
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, সিদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মেম্বার। জিনারী ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ শা্হ আবুল কাশেম, আকবর আলী, জামাল হক মৃর্ধা, লিটন, জাহাঙ্গীর আলম সেলিম, জিনারী ইউনিয়ন ওলামা দল সভাপতি হাজ্বী সমেদ আলী, সাধারণ সম্পাদক হারিকুন ইসলাম, জিনারী ইউনিয়ন যুবদলের সভাপতি হাসিম উদ্দিন হাছু, জিনারী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিম সরকার, সদস্য সচিব শহিদ সর্দার, জিনারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক হুমায়ুন ফকির, জিনারী ইউনিয়ন শ্রমিক দল সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমূখ, এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি,ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।