নেতা-কর্মী ও সাধারণ জনগনের ভালোবাসায় সিক্ত ইটনা পুনঃনির্বাচিত চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান
গত (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ হাজার ৭৮২ ভোটের বিশাল ব্যবধানে টানা তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।
রবিবার (২ জুন) ইটনা উপজেলা আওয়ামীলীগের অফিসে নয়টি ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন টানা তৃতীয় বারের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্রসহ বিজয় মিছিল বের করেন ভোটার ও কর্মী সমর্থকরা।
উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বলেন, ইটনা উপজেলার জনগন দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে বহাল রেখেছেন।
তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে চিরঋণী, উপজেলার মানুষকে সাথে নিয়েই আগামীর পথে হাটব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নির্বাচনে চৌধুরী কামরুল হাসান (কাপ পিরিচ) প্রতিকে ৩৩ হাজার ৫৮২ ভোট পেয়ে হ্যাট্রিক করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কাউসার খান মিল্কী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮০০ ভোট।