১লা জুন ২০২৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও দৈনিক ঈশাখাঁ সংবাদ এর উদ্যোগে ঈশাখাঁ লেখক সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হয় হক সুপার মার্কেট মির্জাপুর রোড পাকুন্দিয়া।
পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটন, সভাপতি ছিলেন ডা: শহিদুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ওয়াহিদুজ্জামান সম্পাদক দাবানল, রুহুল আমীন সভাপতি কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক ঈশাখাঁ সংবাদ এর সম্পাদক কবি ও ছড়াকার আফসার আশরাফী, স্বরচিত লেখা পাঠে অংশ নেন আগত কবি সাহিত্যিকরা।
উক্ত অনুষ্ঠানে কবি, ছড়াকার, সাংবাদিক ও শিক্ষক শাহ আলম বিল্লাল কে ঈশাখাঁ লেখক সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। স্থানীয় ও জাতীয় অনেক কবি, ছড়াকার, নাট্যকার, প্রাবন্ধিক ও গবেষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী বাসিরুল আমিন।