কিশোরগঞ্জ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হোসেনপুরের কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইউনিটের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোঃ আব্দুল কাইয়ুম শেখ। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীরকাটি হারী গ্রামের মোঃ শাহেদ আলী শেখের ছেলে।
গত ২৪ আগস্ট বাংলাদেশ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ আব্দুল কাইয়ুম শেখ রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে ছাত্র ছিলেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর  ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে শিক্ষা ও গবেষণা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রিমোনোলজি  এন্ড স্টাডিজ বিষয়ে অধ্যয়নরত।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। কলেজ জীবন থেকেই তার রাজনীতির হাতে খড়ি। ২০০৫ সালের দিকে হোসেনপুর সরকারি  কলেজে লেখাপড়াকালীন সময়ে ছাত্রদলের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে উপজেলা ও জেলা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও আহ্বায়ক সদস্য, বাংলাদেশ আইনজীবী ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটি ও  সহ-সভাপতি কিশোরগঞ্জ ঢাকা ছাত্রদল কমিটি পদে দায়িত্ব পালন করছেন। 

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker