কিশোরগঞ্জ

হোসেনপুরে মালিকানাহীন গরু ছাগল নিয়ে থানা পুলিশ বিপাকে

কিশোরগঞ্জের হোসেনপুরে মালিকানাহীন গরু ও ছাগল নিয়ে বিপাকে পড়েছে থানা পুলিশ। প্রায় দুই মাস আগে গরু-ছাগল বেওয়ারিশ হিসেবে জব্দ করা হলেও প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি উপজেলার শাহেদল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মালিকানাহীন একটি বকনা বাছুর ও একটি ছাগীর সন্ধান দেয় এলাকাবাসী। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ বকনা বাছুর ও ছাগী উদ্ধার করে থানায় নিয়ে আসে। যা বেওয়ারিশ হিসেবে থানায় জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যোগাযোগের মাধ্যম এবং মাইকিং করেও জব্দকৃত বকনা বাছুর ও ছাগীর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে বিপাকে পড়ে বাধ্য হয়েই একজনকে লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রতিদিন ২০০ টাকা করে খরচ করতে হচ্ছে পুলিশকে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রায় দুই মাস ধরে বকনা বাছুর ও ছাগীর প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে চরম বিপাকে আছি।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker