কিশোরগঞ্জের হোসেনপুরে মালিকানাহীন গরু ও ছাগল নিয়ে বিপাকে পড়েছে থানা পুলিশ। প্রায় দুই মাস আগে গরু-ছাগল বেওয়ারিশ হিসেবে জব্দ করা হলেও প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি উপজেলার শাহেদল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মালিকানাহীন একটি বকনা বাছুর ও একটি ছাগীর সন্ধান দেয় এলাকাবাসী। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ বকনা বাছুর ও ছাগী উদ্ধার করে থানায় নিয়ে আসে। যা বেওয়ারিশ হিসেবে থানায় জব্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যোগাযোগের মাধ্যম এবং মাইকিং করেও জব্দকৃত বকনা বাছুর ও ছাগীর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে বিপাকে পড়ে বাধ্য হয়েই একজনকে লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রতিদিন ২০০ টাকা করে খরচ করতে হচ্ছে পুলিশকে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রায় দুই মাস ধরে বকনা বাছুর ও ছাগীর প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে চরম বিপাকে আছি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.