কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বুধবার (৯ মার্চ) দুপুরে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের কাজ পরিদর্শন করেন। এছাড়া কিশোরগঞ্জের হাওরে উড়াল সড়ক নির্মাণের নকশা প্রণয়ন এবং আনুষঙ্গিক অন্যান্য পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে মন্ত্রী পরিষদ সচিবকে অতবহিতকরণ করেন সেতু বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন- আর্মি হেডকোয়ার্টার্সের কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু সচিব মো: মনজুর হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুন নাহার, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ প্রমুখ।
কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের প্রথম প্রকল্পে ২৭৫ একর জায়গায় সেনানিবাসের কাজ চলমান রয়েছে।
পরে ওনারা মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এর কামালপুরের বাড়ি ঘুরে দেখেন। এছাড়া কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট ও ইটনা জিরো পয়েন্ট পরিদর্শন করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.