সর্বনাশা ইয়াবার মরণ ছোবলে অকালে ঝরে যাচ্ছে হাজারো তরুণের সোনালী ভবিষ্যৎ তবুও থেমে নেই ইয়াবা সেবন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি থাকলেও চলছে রমরমা কার্যকলাপ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৫০ পিস ইয়াবা, মাদক ব্যবসার নগদ চার হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইলসহ মো: সোবেল (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা, টাকা ও মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো: সোবেল কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।
লে: কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো: সোবেল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৫০ পিস ইয়াবা, মাদক ব্যবসার নগদ চার হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মো: সোবেলকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.