‘মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.